▶ সহীহ আল বুখারী by আধুনিক,হামিদিয়া লাইব্রেরী

বইঃ-সহীহ আল বুখারী, এই বুখারিটা শুধু লিঙ্ক হিসাবে দেওয়া হয়েছে। শুধু তুলে ধরার জন্য। পড়া থেকে বিরত থাকবেন।-,
লেখকঃ- মাওলা শামসুল হক ফরীদপুরি (র:)
অনুবাদঃ- শায়খুল হাদিস আজিজুল হক (রহঃ)
প্রকাশনীঃ আধুনিক / হামিদিয়া/।
ডাউনলড পদ্ধতি- ১-
















ডাউনলড পদ্ধতি-১-










৬। সহীহ আল বুখারী ৬ষ্ঠ খণ্ড



বোখারী শরীফ [বাংলা তরজমা ও বিস্তারিত ব্যাখ্যা--








--ঃ-বাংলা তর্জমা ও বিস্তারিত ব্যাখ্যাঃ--








▶ সহীহ আল বুখারী ১ম থেকে ৬ষ্ঠ খণ্ড একত্রে--






সহীহ বুখারীর ভিতর মওদূদী (রহ) এর ভুল নিয়ে 'পরিশিষ্ট!
কোন বিবেকবান মানুষ মাওলানা আজিজুল হক (রহঃ) এর উক্ত কর্মটি মেনে নিবে না। আজিজুল হক (রহঃ) এর বুখারীর অনুবাদ চল্লিশ বছর পার হয়ে গেছে। কিন্তু এখনও ঐ 'পরিশিষ্ট'কে বুখারী থেকে সরিয়ে নেওয়া হয় নি। এখানে যারা শায়খুল হাদিস আযিযুল হক (রহঃ) এর ভক্ত আছেন তাদেরকে অনুরোধ করছি, বুখারীর অনুবাদের ভিতর থেকে ঐ পরিশিষ্টটি উঠিয়ে নিন।
অবাক হই, বিচলিত বোধ করি যখন ভাবি মুসলিম উম্মাহর বিদ্বেষীপনা কোথায় গিয়ে ঠেকেছে!
শায়খুল হাদিস আজিজুল হক (রহঃ) বুখারীর অনুবাদ করেছেন, ভালো, কিন্তু শেষ খন্ডে তিনি যা করেছেন কি দ্বীনী খেদমতের জন্য নাকি উম্মাহর মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে! যদি ধরেও নিই যে, তিনি মাওলানা মওদূদী (রহঃ) ফেতনা থেকে উম্মাহকে রক্ষার জন্য বুখারীর ৭ম খন্ডে একটি 'পরিশিষ্ট' সংযোজন করেছেন তারপরও প্রশ্ন থেকে যায়। বুখারির ভিতর কেন তিনি তার 'সুকর্ম!'টি করবেন? এর জন্য তিনি আলাদা একটি বই লিখতে পারতেন। কিন্তু না, কোন বই নয়, বুখারীর ভিতরই তিনি মওদূদী (রহ)কে নিয়ে একটি পরিশিষ্ট সংযোজন করে দিলেন! তিনি কি এটাই মনে করছিলেন যে সাধারণ মুসলমানগণ সহী বুখারী কিনবে, শেষ খন্ডে তারা একটি আশ্চার্য জনক অধ্যায় পাবে, কৌতুহল বশত তারা সেই অধ্যায়টি পড়বে অতপর তারা মওদূদী (রহ) ফেতনা থেকে মুক্ত থাকবে!!!!
জেনে রাখা উচিত, মওদূদী ( রহঃ) কর্তৃক সাহাবীদের সমালোচনা সম্পর্কে আকাবীরে দেওবন্দী ধারার আলেমরা যে সব আপত্তি পেশ করেছেন তার জবাব দেওয়া হয়েছে। এখন যদি আপনাদের হিম্মত থাকে 'সত্যের মশাল' সত্যের মাপকাঠি' বইটি দুইটির তাহকিক করুন। আর যদি হিম্মতে না থাকে তাহলে অনুরোধ করছি, সত্য প্রকাশিত হওয়ার পরও যদি আপনারা বিদ্বেষ প্রসূত সহীহ বুখারীর অনুবাদের দোহায় দিয়ে মাওলানা মওদূদী (রহঃ) এর বিরোধিতা চালিয়ে যান তাহলে আমাদের করার কিছুই নাই, আখেরাতেই এর ফয়সালা হবে।
=================
হে মহান আল্লাহ, শায়খুল হাদিস এবং মাওলানা মওদূদী (রহঃ) কে ক্ষমা করুন, তাদেরকে আখেরাতে সম্মাণিত করুন।
বিষয়: বিবিধ


No comments
Post a Comment