“জামা’আতে নামায পড়া”
আসসালামুআলাইকুম ওয়ারহতুল্লাহি
সম্মানিত
পাঠক! প্রতিনিয়ত মসজিদে গমনকারী প্রতিটি ধর্মপ্রাণ মোসলমানই মসজিদের এ
করুণ মুসল্লীশূন্যতা দেখে কমবেশি মর্মব্যথা অনুভব না করে পারেননা। আমিও
তাদেরই একজন। অথচ আল্লাহ্ তা’আলা ও তাঁর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম) এর উপর সুদৃঢ় বিশ্বাস স্থাপনের পরপরই ইসলামের দ্বিতীয় বিধান
হচ্ছে নামায। একমাত্র নামাযই হচ্ছে মোসলমান ও অমোসলমানের মাঝে সুস্পষ্ট
পার্থক্য সৃষ্টিকারী আমল। তা ইসলামের বিশেষ স্তম্ভও বটে। এমনকি নামাযই সর্ব
প্রথম বস্তু যা দিয়েই কিয়ামতের দিন বান্দাহ্’র হিসাব-নিকাশ শুরু করা হবে।
তা বিশুদ্ধ ও গ্রহণযোগ্য প্রমাণিত হলে বান্দাহ্’র সকল আমলই গ্রহণযোগ্য বলে
প্রমাণিত হবে। নতুবা নয়। আবার কেউ কেউ নামায পড়লেও তা মসজিদে গিয়ে
জামা’আতের সাথে আদায় করেনা। তাই মুসলিম জাতির এ মহাগুরুত্বপূর্ণ বাহ্যিক
নিদর্শনের প্রতি চরম অবহেলা থেকে মুক্তি ও তা জামা’আতের সাথে সুন্দরভাবে
আদায় করা কিভাবে সম্ভব তা জানার জন্য নিমোক্ত বইটি পিডিএফ ভার্ষণে পেতে আজই এখানে ক্লিক করুন।
No comments
Post a Comment