clock

সাদাকাহ-খয়রাত

প্রিয় পাঠক! গরিব ও দুস্থ মানুষের সহযোগিতা, তাদের মুখে হাসি ফুটানো, সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং আল্লাহ্’র নাযিলকৃত পবিত্র ধর্ম ইসলামের প্রচার ও প্রসারে সাদাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সত্যিই অনস্বীকার্য। অথচ যখন কাউকে ধর্মীয় কোন কাজে কিংবা মানবতার কল্যাণে কখনো দান-সদকা করতে বলা হয় তখন সে মনে করে, আরে মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সা-কড়ি আমি দীর্ঘ দিন থেকে কামাই করে আসছি আজ কারোর সামান্যটুকু কথা শুনেই এমনিতেই আমি তার হাতে তা তুলে দেবো তা কি করে হয়? এ কষ্টের পয়সা বিনিয়োগের আগে সর্ব প্রথম আমাকে যে ব্যাপারে নিশ্চিত হতে হবে তা হচ্ছে, এতে আমার কি লাভ? এর বিনিময়ে দুনিয়া ও আখিরাতে আমি কি পাবো? ইত্যাদি ইত্যাদি। তাই সদকা-খয়রাতের ফযীলত ও এর সুমিষ্ট ফল জানার জন্য “সাদাকাহ-খয়রাত” নামক বইটি পিডিএফ ভার্ষণে পেতে এখানে ক্লিক করুন।

No comments