clock

Breaking News

কুরআন ও সহীহ হাদিসের আলোকে গুনাহর চিকিতাসা

প্রিয় পাঠক! আমরা সকলেই তো গুনাহগার। গুনাহ্। গুরু-সামান্য যাই হোকনা কেন তা আমরা সকলেই কোননা কোন ভাবে তথা কোননা কোন স্থানে করে থাকি। কারণ, আমরা গুনাহ্’র অপকারিতা সম্পর্কে বেশি কিছু জানিনা। আরে বহু জাতির ধ্বংস, অনেক পরিবারের অধঃপতন, সর্বত্র মত ও পথের দ্বন্দ্ব, অন্তরের কঠিনতা ও বিনাশ, রিযিকের অপবিত্রতা আল্লাহ্’র রাগ, মানুষের মধ্যকার ভয়-ভীতি ও অস্থিরতা উপরন্তু জাহান্নাম ও শাস্তির ব্যবস্থা এ সবই তো একমাত্র গুনাহ্’র কারণেই। তাই আমাদের সবাইকে নিজ প্রয়োজনেই সকল প্রকারের গুনাহ্ থেকে নিজকে সাধ্যমতো বাঁচিয়ে রাখতে হবে। গুনাহ্’র সত্যিকার অপকার সমূহ বিস্তারিতভাবে জানতে পারলে হয়তোবা গুনাহ্ সমূহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য খানিকটা সহজ হয়ে যাবে। তাই গুনাহ্’র অপকার সমূহ বিস্তারিত জানতে বইটি সংরক্ষণ করুন। বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

No comments