সালাতে হাত বাঁধার বিধান ও স্থান
ইসলামিক বইপেতে https://rasikulindia.blogspot.com/
লেখকঃ শাইখ যুবায়ের আলী যাঈ (রহ.)
আলক্বামা বিন ওয়ায়েল স্বীয় পিতা ওয়ায়েল বিন হুজর হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি নবী ﷺ কে দেখেছি, তিনি ছালাতে তার ডান হাত বাম হাতের উপর নাভীর নীচে রাখতেন। [মুসান্নাফ ইবনে আবী শায়বাহ]
→ উপরোক্ত হাদীসটি মুসান্নাফ ইবনে আবী শায়বাহ গ্রন্থে নেই। একে সর্বপ্রথম ক্বাসেম বিন কুত্বলুবুগা ‘মুসান্নাফ ইবনে আবী শায়বাহ’- এর প্রতি সম্বন্ধযুক্ত করেছেন। নিমভী হানাফী ডিগবাজী খেতে খেতেও এই ক্বাসেম বিন কুত্বলুবুগার রেওয়াতকে ‘অসংরক্ষিত’ অর্থাৎ জঈফ বলেছেন। [হাশিয়াতু আছারিস সুনান, হা/৩৩০]
এই হলো ছলাতে নাভীর নীচে হাত বাধা হাদীসের অবস্থা! নাভীর নিচে হাত বাঁধা সংক্রান্ত অন্যান্য হাদীসও হয় মওযু নয়তো জঈফ!
উপরে আলোচ্য গ্রন্থটি শায়খ হাফেয যুবায়ের আলী যাঈ রচিত একটি চমৎকার গ্রন্থ। এতে ছলাতে বুকের উপর হাত বাঁধার বিরুদ্ধে উত্থাপিত যাবতীয় প্রশ্ন, আপত্তি ও সমালোচনার জবাব প্রদান করা হয়েছে।পাশাপাশি আপনি ছালাতে হাত কিভাবে ও কোথায় বাঁধবেন তা সুন্দর ভাবে আলোচিত হয়েছে উক্ত বইটিতে। দলীল-প্রমাণাদি উপস্থাপনের দৃষ্টিকোণ হতে এটি একটি সারগর্ভ ও অনন্য
No comments
Post a Comment