clock

বইঃ-সহীহ-মুসলিম।অনুবাদ & সংকলনঃ-ইসলামিক ফাউন্ডেসন

বইঃ-সহীহ-মুসলিম।
লেখক/মুলঃ- আল-ইমাম আল-হাফেজ হুজ্জাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশিয়ারী আন- নিশাপুরী রহঃ
প্রকাসনীঃ- ইসলামিক ফাউন্ডেসন
অনুবাদ & সংকলনঃ-ইসলামিক ফাউন্ডেসন
d8959-594199953সহীহ মুসলিম প্রথম ইসলামিক ফাউন্ডেসন download 6 files 
d8959-594199953 37.8M মুসলিম প্রথম পার্ট-১ ইসলামিক ফাউন্ডেসন.pdf download
d8959-594199953সহীহ-মুসলিম প্রথম পার্ট-১ ইসলামিক ফাউন্ডেসন.read online
d8959-594199953সহীহ মুসলিম প্রথম পার্ট -১ ইসলামিক ফাউন্ডেসন.pdf
d8959-59419995341.0M মুসলিম প্রথম পার্ট-২ ইসলামিক ফাউন্ডেসন.pdf download
d8959-594199953সহীহ-মুসলিম প্রথম পার্ট-২ ইসলামিক ফাউন্ডেসন.read online

d8959-594199953সহীহ মুসলিম প্রথম পার্ট -২ ইসলামিক ফাউন্ডেসন.pdf
d8959-59419995326.4M মুসলিম প্রথম পার্ট-৩ ইসলামিক ফাউন্ডেসন.pdf download
d8959-594199953সহীহ-মুসলিম প্রথম পার্ট-৩ ইসলামিক ফাউন্ডেসন.read online
d8959-594199953সহীহ মুসলিম প্রথম পার্ট -৩ ইসলামিক ফাউন্ডেসন.pdf 
d8959-59419995326.7M মুসলিম প্রথম পার্ট-৪ ইসলামিক ফাউন্ডেসন.pdf download
d8959-594199953সহীহ-মুসলিম প্রথম পার্ট-৪ ইসলামিক ফাউন্ডেসন.read online
d8959-594199953সহীহ মুসলিম প্রথম পার্ট -৪ ইসলামিক ফাউন্ডেসন.pdf
 d8959-59419995321.4M মুসলিম প্রথম পার্ট-৫ ইসলামিক ফাউন্ডেসন.pdf download
d8959-594199953সহীহ-মুসলিম প্রথম পার্ট-৫ ইসলামিক ফাউন্ডেসন.read online
d8959-594199953সহীহ মুসলিম প্রথম পার্ট -৫ ইসলামিক ফাউন্ডেসন.pdf
d8959-59419995335.0M মুসলিম প্রথম পার্ট-৬ ইসলামিক ফাউন্ডেসন.pdf download
d8959-594199953সহীহ-মুসলিম প্রথম পার্ট-৬ ইসলামিক ফাউন্ডেসন.read online
d8959-594199953সহীহ মুসলিম প্রথম পার্ট ৬ ইসলামিক ফাউন্ডেসন.pdf
d8959-594199953 সহীহ মুসলিম ইসলামিক ফাউন্ডেসন একসাথে
 ^^ ইমাম মুসলিমের জীবনীঃ-  --

d8959-594199953মুসলিম ছিলেন ‘উলূমে হাদিসের এক বিশাল সাগর’ । বিশ্বের সকল হাদিস বিশারদ তাঁকে এ বিষয়ের একজন শ্রেষ্ঠ ইমাম বলে ঐকমত্য পোষণ করেছেন । তাঁর যুগের বড় বড় মুহাদ্দিসগণ তাঁর নিকট হাদিস শিক্ষা করেছেন । তাঁর প্রখ্যাত শাগরিদদের মধ্যে ইবরাহীম ইবনে আবী তালিব, ইবন খুযাইমা, সাররাজ, আবু আওয়ানা, আবু হামেদ ইবনে শারকী, আবু হামেদ আহমাদ ইবনে হামাদান, ইবরাহীম ইবনে মুহাম্মাদ, মাককী ইবনে আবাদান, আব্দুর রাহমান ইবনে আবি হাতেম, মুহাম্মাদ ইবনে মাখলাদ, ইমাম তিরমিযী, মুসা ইবনে হারুন, আহমেদ ইবনে সালমা, ইয়াহইয়া ইবনে সায়েদ প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য । তারা সকলে হাদিস শাস্ত্রে মুসলিমের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তাঁর সূত্রে হাদিস বর্ণনা করেছেন । অবশ্য ইমাম তিরমিযী মুসলিমের সূত্রের মাত্র একটি হাদিস বর্ণনা করেছেন।
ইমাম মুসলিম রচিত গ্রন্থসমূহ
মুসলিমের মহামূল্য রচনাবলীও তাঁর পাণ্ডিত্যের কথা অকাঠ্যভাবে প্রমাণ করে । তাঁর গ্রন্থাবলীর অধিকাংশই হাদিস ও তৎসম্পর্কিত বিষয়ে প্রণীত।

d8959-594199953ইমাম মুসলিম রচিত গ্রন্থসমূহ –

তিনি সাহাবীদের জীবনী বিষয়ক “আল-মুসনাদ আল-কাবীর” রচনায় হাত দিলেও তা শেষ করে যেতে পারেননি । একমাত্র ‘আস-সাহীহ’ ছাড়া তাঁর রচনার আর কোনটিই বর্তমানে পাওয়া যায় না ।
মৃত্যু

d8959-594199953মাম মুসলিম ২৬১/৮৭৫ সনের ২৫শে রজব রোববার নায়সাবূরে ইন্তেকাল করেন । নায়সাবূরের শহরতলী নাসরাবাদে ২৬শে রজব সোমবার তাঁকে দাফন করা হয় । তাঁর জন্মের সন সম্পর্কে মতভেদ থাকায় মৃত্যুকালে তাঁর সঠিক বয়স সম্পর্কেও মতপার্থক্য দেখা যায় । ইবনে হাজার মুসলিমের মৃত্যুর কারণ সম্বন্ধে একটি বিবরণ প্রদান করেছেন । মুসলিমের জন্য হাদিস বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয় । সেই মজলিসে একটি হাদিস আলোচিত হয় । হাদিসটি মুসলিমের জানা ছিল না । মজলিস শেষে বাড়ি ফিরে রাতে এক ঝুরি খুরমা সামনে নিয়ে হাদিসটি তালাশ করতে বসেন । একটি একটি করে খুরমা মুখে দিচ্ছেন আর হাদিসটি অনুসন্ধান করছেন । এভাবে সকাল হয়ে যায়, খুরমাও শেষ হয় এবং হাদিসটিও তিনি পেয়ে যান । এই অতিরিক্ত খুরমা ভক্ষণই তাঁর মৃত্যুর বাহ্যিক কারণ ।
ইমাম মুসলিম সম্বন্ধে অনান্য মুসলিম মনিষীর বক্তব্য
হাকেম বলেন, ‘মুসলিম ছিলেন দীর্ঘাকৃতির । মাথার চুল ও দাড়ি ছিল সাদা । পাগড়ির একটি দিক দু’কাধের মাঝখানে ছেড়ে দিতেন । তিনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী’ । ইমাম মুসলিমের প্রতিভা ও যোগ্যতার অকপট স্বীকৃতি দিয়েছেন তাঁর যুগের ও পরের বহু মনিষী ।
মুসলিমের উস্তাদ মুহাম্মাদ ইবনে আবদিল ওয়াহহাব আল-ফাররা বলেনঃ ‘মুসলিম মানব জাতির মধ্যে অন্যতম আলিম য় ইলমের সংরক্ষণকারী । আমি তাঁর সম্পর্কে শুধু ভাল ছাড়া আর কিছু জানি না ।’
আবু বাকর আল-জারূদিও ঠিক একই মন্তব্য করেছেন ।
মাসলামা ইবনে কাসিম বলেন, ‘অত্যন্ত নির্ভরযোগ্য উঁচু মর্যাদার একজন ইমাম তিনি’ ।
ইবনে আবী হাতেম বলেন, ‘আমি তাঁর সূত্রে হাদিস লিখেছি । তিনি অন্যতম বিশ্বস্ত হাফেজে হাদিস । হাদিস বিষয়ে তাঁর গভীর জ্ঞান । আমার পিতাকে তাঁর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ ‘অত্যন্ত সত্যবাদী’ । তিনি আরও বলেছেনঃ ‘হাফেজে হাদিস বলতে চারজনকেই বুঝায় । তারা হলেনঃ আবু যূর’আ, মুহাম্মাদ ইবনে ইসমা’ঈল, আদ-দারিমী ও মুসলিম’ ।
ইবনুল আখরাম বলেন, ‘আমাদের এই শহর তিনজন হাদিস বিশারদ সৃষ্টি করেছেঃ তাঁরা হলেনঃ মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া, ইব্রাহীম ইবনে আবী তালিব ও মুসলিম’ ।
ইসহাক ইবনে মানসূর একবার মুসলিমকে লক্ষ্য করে বলেন, ‘যতদিন আল্লাহ্‌ তা’আলা আপনাকে মুসলমানদের জন্য জীবিত রাখবেন আমরা কল্যাণ থেকে বঞ্চিত হবো না’ ।
আহমাদ ইবনে সালমা বলেন, ‘আমি আবু যুর’আ আবু হাতেমকে হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের ক্ষেত্রে তাদের যুগের অন্যান্য মাশায়িকদের ওপর মুসলিমকে প্রাধান্য দিতে দেখেছি’ ।
হাফেজ আবু কুরাইশ বলেছেন, ‘পৃথিবীতে হাফেজে হাদিস মাত্র চারজন । মুসলিম তাদের একজন’ ।
ইবনে খাল্লিকান মুসলিমকে ‘সাহিহ গ্রন্থের অধিকারী, হাদিসের অন্যতম ইমাম ও হাফেজ এবং মুহাদ্দিসকুলের এক প্রধান স্তম্ভ বলে উল্লেখ করেছেন’।
d8959-594199953 লিঙ্ক- আপনি চাইলে -Whatapps-Facebook-Twitter-ব্লগ- আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking-ওয়েবসাইটে শেয়ার করতে পারেন-মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪] -:-admin by rasikul islam নিয়মিত আপডেট পেতে ভিজিটকরুন নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন 

No comments