clock

Breaking News

ব্যভিচার ও সমকাম


ব্যভিচার ও সমকাম

প্রিয় পাঠক! ব্যভিচার ও সমকাম আজ সামাজিক এক ব্যাপক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। যা এখন আর কারোর অজানা নয়। অথচ আল্লাহ্ তা’আলা কুর’আন মাজীদে এ জাতীয় কর্মকাণ্ডকে অশ্লীল, অরুচিকর ও অতি নিকৃষ্ট কাজ বলে আখ্যায়িত করেছেন। হয়তোবা যৌনাঙ্গ হিফাযতের সুখকর পরিণতি এবং ব্যভিচার ও সমকামের ভয়াবহ পরিণতির কথা জানতে পারলে পথহারা এ মানুষগুলো কিছুটা হলেও আল্লাহ্ তা’আলাকে ভয় পাবে ও এ অশ্লীল কাজ করতে নিরুৎসাহিত হবে। তাই যৌনাঙ্গ হিফাযতের ফযীলত, ব্যভিচার ও সমকামের ভয়াবহ পরিণতি এবং এগুলো থেকে উত্তরণের পথ পাওয়ার জন্য আজই ” ব্যভিচার ও সমকাম” বইটি পিডিএফ ভার্ষণে পেতে এখানেই ক্লিক করুন।

No comments