ধূমপান ও মদপান”

সম্মানিত পাঠক! মদপান ও যে কোন নেশাকর দ্রব্য সেবন (চাই তা খেয়ে কিংবা পান করে অথবা ঘ্রাণ নিয়ে কিংবা ইনজেকশান গ্রহণের মাধ্যমেই হোকনা কেন) তা একটি মারাত্মক কবীরা গুনাহ। এমনকি তা সকল অকল্যাণ ও অঘটনের মূল। যার উপর আল্লাহ্ তা’আলা ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। এমনকি মদপান ও মাদকদ্রব্য সেবনকে কুরআন মাজীদে শিরকের পাশাপাশি উল্লেখ করা, উহাকে অপবিত্র ও শয়তানের কাজ বলে আখ্যায়িত করা, তা থেকে বিরত থাকার এলাহী আদেশ, তা বর্জনে সমূহ কল্যাণ নিহিত থাকা, এরই মাধ্যমে শয়তানের মানুষে মানুষে বিদ্বেষ সৃষ্টি এবং আল্লাহ্ তা’আলার স্মরণ ও নামায থেকে গাফিল রাখার চেষ্টা পরিশেষে ধমকের সুরে তা থেকে বিরত থাকার আদেশ থেকে মদপানের ভয়ঙ্করতার ব্যাপারটি সুস্পষ্ট হয়ে যায়। উপরন্তু মদপানে অভ্যস্ত ব্যক্তি মূর্তিপূজক সমতুল্য। ধূমপান দিয়েই এর শুরু। কোথায় গিয়ে তার শেষ তা বলা সত্যিই দুরূহ। তাই বিস্তারিত এর ভয়াবহতা জানার জন্য বইটি পিডিএফ ভার্ষণে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
No comments
Post a Comment